মেধা যাতে ঝরে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে -উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

33

Pic--Kamalgonj Baligawপিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার দুপুরে উত্তর বালিগাঁও প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের মেধাবী শিক্ষার্থীদের দ্বি-বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
মেধা প্রকল্পের সভাপতি সুব্রত সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইফতেখায়ের হোসেন ভূঁঞা, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন। সদানন্দ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, উত্তর বালিগাঁও প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের প্রতিষ্ঠাতা এসএমসি ভূবনেশ্বর সিংহ, দাতা সদস্য সুকুমার সিংহ, প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ, সহকারী শিক্ষক মঞ্জুর মৌলা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, সনদ ও পুরস্কার সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন, শিক্ষা সুযোগ নয়, অধিকার। মেধা যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক-অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। সমাজ থেকে মাদকাসক্ত নির্মূল করতে হবে। শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অচিরেই শিক্ষকদের বেতন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।