গতকাল রবিবার চেম্বার কনফারেন্স হলে শিল্প মন্ত্রণালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে খসড়া জাতীয় শিল্পনীতি-২০১৫ চূড়ান্তকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপি। সভায় জাতীয় শিল্পনীতির বিভিন্ন দিক নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সলিম উল্লাহ। সভায় বক্তারা রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্রদান, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু, শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক জটিলতা দূরীকরণ, নতুন শিল্পোদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাকরণ সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপি বলেন, যে কোন নীতি প্রণয়নের পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও গবেষকদের নিয়ে এ রকম সভা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন আইনের জটিলতা কমিয়ে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের জন্য সুষম নীতিমালা প্রণয়নে কাজ করে যাচ্ছে। তিনি দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতার কথা উল্লেখ করে বলেন, বিগত কয়েকমাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে কিছুটা মন্দাভাব এসেছিল, কিন্তু বর্তমানে আমরা তা কাটিয়ে উঠছি। তিনি কিছু কিছু স্পর্শকাতর ব্যবসা ব্যতীত অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বিধি-বিধান যথাসম্ভব শিথিল করে ব্যবসায়ীদের অনুকুল করে দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। সভায় আলোচিত সকল বিষয়ের উপর সার সংক্ষেপ বক্তব্য উপস্থাপন করেন বিল্ড এর সি.ই.ও বেগম ফেরদৌস আরা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম ইকবাল, প্রফেসর ড. সালমা আখতার, অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক তাহসিনা হক শিমু, বাংলাদেশ ব্যাংক এর ডিজিএম জনাব মোহাম্মদ আলাউদ্দিন, জালালাবাদ গ্যাস এর ব্যবস্থাপক (নেটওয়ার্কিং) প্রকৌশলী সৈয়দ ফজলুল হক, বিনিয়োগ বোর্ডের উপ পরিচালক ফখরুল ইসলাম, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমন, প্রাক্তন সভাপতি এম. এ. ছালাম চৌধুরী, পরিচালক হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ লায়েছ উদ্দিন, এ টি এম শোয়েব, মুকির হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মনির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মোঃ এমদাদ হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), শামীম আহমদ, এহতেশামুল হক চৌধুরী, প্রাক্তন সহ সভাপতি মঞ্জুর আহমদ, প্রাক্তন পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ হাসনাত হোসেন, বিএসটিআই এর সহকারী পরিচালক এস এম আবু সাঈদ, বিসিক, খাদিমনগর এর স্টেট অফিসার সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড ব্যাংক এর কনসালটেন্ট থ্যান স ওয়ে, সিলেট চেম্বারের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মোনায়েম খান বাবুল, খলিলুর রহমান মাছুম, মাহি উদ্দিন আহমেদ সেলিম, মোঃ আরিফ মিয়া, সমির লাল দেব, মাহবুবুল হাফিজ চৌধুরী মশফিক প্রমুখ। বিজ্ঞপ্তি