মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আজ

52

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইউনির্ভাসিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
কর্মসূচীর মধ্যে রয়েছে-বটেশ্বর মেট্রোপলিটন ইউনির্ভাসিটি হল রুমে সকাল সাড়ে ৯ টায় অতিথিদের আসন গ্রহণ। সকাল ৯টা ৫০মিটিটে শিক্ষামন্ত্রীর আগমন ও শিক্ষামন্ত্রীর সমাবর্তন শোভাযাত্রায় যোগদান, সকাল ১০ জাতীয় সঙ্গীত পরিবেশন, পরে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, সকাল ১০টা ১০মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সোয়া ১০ টায় সভাপতি কর্তৃক ৩য় সমাবর্তনের উদ্বোধন ঘোষনা। পরে স্বাগত বক্তব্য রাখবেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভাসিটি’র উপাচার্য অধ্যাপক ড. মো: সালেহ উদ্দিন, সমাবর্তন বক্ততা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সকাল ১০টা ৪০ মিনিটে ডিগ্রি প্রদান, চ্যান্সেলরের স্বর্ণপদক প্রদান, সকাল ১১ টায় ভাষণ দিবেন বিশ্ববিদ্যালয় এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেলা ১১টা ২০ মিনিটে সভাপতির ভাষণ দিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরে স্মরক প্রদান, ভ্যালিডিকটোরিয়ান ভাষণ, সমাবর্তন বক্তাকে স্মারক প্রদান, সনদ প্রদান ও শেষে সভাপতি কর্তৃক সমাবর্তনের সমাপ্তি ঘোষণা।
উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য ইউনিভাসিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক মো: সালেহ উদ্দিন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি