শাদমান শাবাব, শাবি থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবির ৫টি ভবনে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিতে আগামী ১২ মে ঢাবির বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গেছে, শাবি উপকেন্দ্রে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সমন্বয়কদের দেওয়া তথ্যমতে, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭৫১ জন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৫০ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৫৭ জন শিক্ষার্থী শাবি উপকেন্দ্র থেকে অংশগ্রহণ করার কথা রয়েছে।
এদিকে শাবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী জানান, ‘ঢাবির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শাবিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শৃঙ্খলাজনিত বিষয় নিশ্চিত করতে এবং জাল-জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ সংশ্লিষ্ট শিক্ষকরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। আশা করছি সকলের সহযোগিতায় শাবিতে সুষ্ঠুভাবে ঢাবির ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হবে।’