গতকাল শনিবার ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাস কোর্সের ইংরেজী (আবশ্যিক) পত্রের পরীক্ষা। বেলা ২টায় যথাসময়ে পরীক্ষা শুরু হলেও সাড়ে ৪টার দিকে আকাশ অন্ধকার হয়ে বজ্রবৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। তখন পরীক্ষার হলে নেমে আসে অন্ধকার। গতকাল মদনমোহন কলেজের মোহিনীমোহন ভবনের ৩৩০৩ নং কক্ষের পরীক্ষার্থীরা এমন অভিযোগ করেন। তারা বলেন, হলে কর্তব্যরত শিক্ষকদের আলোর ব্যবস্থা করে দিতে বললে তারা অপারগতা প্রকাশ করেন। তাতে ছাত্ররা হট্টগোল শুরু করলে তাদেরকে বহিষ্কারের হুমকি দেন। ব্যর্থ হয়ে পরীক্ষার্থীরা আলোর অপেক্ষায় বসে থাকেন। শেষ অবধি আর বিদ্যুৎ আসেনি। হতবাক পরীক্ষার্থীরা খাতা জমা দিয়ে হল ত্যাগ করেন। বিজ্ঞপ্তি