সিলেট বিভাগের ৩ পৌরসভায় ভোটার বেড়েছে ৭ হাজার ৫৭২ জন

22

সিলেট বিভাগের ৩ পৌরসভায় এবার ৭ হাজার ৫৭২ জন ভোটার বেড়েছে। সর্বোচ্চ ভোটার বেড়েছে শায়েস্তাগঞ্জ পৌরসভায়। বড়লেখা পৌরসভায় ভোটার বেড়েছে সর্বনিম্ন। আগামী ২৮ ডিসেম্বর সোমবার দিরাই, বড়লেখা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ পৌরসভায় গত নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচনে ৩ হাজার ২৫৮ জন পুরুষ ও ৪ হাজার ৩১৭ জন মহিলা ভোটার বেড়েছে। তবে, ৩ পৌরসভার কোথাও ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দিরাই পৌর নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৮ হাজার ৬৭৪ জন। গত বছরের তুলনায় এবার ২ হাজার ৭০৫ জন ভোটার বেড়েছে। এবার পুরুষ ভোটার হলেন ১০ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৮২৭ জন। গতবারের তুলনায় এবার ১ হাজার ৫৮৮ জন মহিলা ভোটার বেড়েছে। দিরাই পৌরসভার ৯টি সাধারণ ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মোট ভোট কেন্দ্র ১২টি। ৬২টি ভোটকক্ষের মধ্যে ৫৯টি ভোটকক্ষ স্থায়ী এবং ৩টি হল অস্থায়ী ভোট কক্ষ।
বড়লেখা পৌরসভার এবারের মোট ভোটার ১৫ হাজার ৪৩৮ জন। গতবার মোট ভোটার সংখ্যা ছিল ১৩ হাজার ৩৩৫ জন। গতবারের তুলনায় এবার ২ হাজার ১০৩ জন ভোটার বেড়েছে। এবার পুরুষ ভোটার ৭ হাজার ৫২৪ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯১৪ জন। গত নির্বাচনের তুলনায় এবার ১ হাজার ১৩১ জন মহিলা ভোটার বেড়েছে। ৯টি সাধারণ ও ৩ টি সংরক্ষিত ওয়ার্ডের এ পৌরসভার ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯৬১ জন। গতবার মোট ভোটার সংখ্যা ছিলো-১৫ হাজার ১৯৭ জন। গতবারের চেয়ে এবার ২ হাজার ৭৬৪ জন ভোটার বেড়েছে। এবার পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ৮৩৫ জন ও মহিলা ভোটারের সংখ্যা হলো ৯ হাজার ১২৬ জন। গতবারের তুলনায় এবার ১ হাজার ৫৯৮ জন মহিলা ভোটার বেড়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। ভোটকক্ষের সংখ্যা ৪৬টি। ৯টি সাধারণ ও ৩ টি সংরক্ষিত ওয়ার্ডের এই পৌরসভা।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, নির্বাচনের জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের উৎসব দেখা দিয়েছে। (খবর সংবাদদাতার)