মওলানা ভাসানী ফাউন্ডেশনের জরুরী সভা

19

মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের এক জরুরী সভা গতকাল ১৭ এপ্রিল শুক্রবার বিকেলে ফাউন্ডেশনের উপশহর এ-ব্লকস্থ কার্যালয়ে সভাপতি প্রবীন রাজনীতিবীদ এডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদার ইবনে তাহের এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লে. কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ফাউন্ডেশনের সহ-সভাপতি একেএম আহাদুস সামাদ চৌধুরী, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সাবের সফকত জাহান চৌধুরী, ভারতের আসাম জগন্নাথ সিং কলেজের সহকারি অধ্যাপক সায়েম মাহমুদ বারভূঁইয়া, ফাউন্ডেশনের সদস্য আব্দুল আজিজ চৌধুরী, আব্দুর রকিব চৌধুরী, সিরাজুল আনাম মোস্তফা, আখলিছ আহমদ চৌধুরী, রুসেল রহমান রিজ ও জামিল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আলোচনার প্রেক্ষিতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজোড়িত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আগামী ১৬ মে শনিবার বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন ও মওলানা ভাসানীর জীবন আদর্শ সম্বলিত একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিজ্ঞপ্তি