সামগ্রিক উন্নয়নে সরকার শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে -ইকবাল আহমদ চৌধুরী

6
মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী।

দেশের সামগ্রিক উন্নয়নে সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইকবাল আহমেদ চৌধুরী বলেছেন, শিক্ষাক্ষেত্রে আমাদের এগিয়ে যেতেই হবে। এটা সম্ভব হলে জাতি হিসেবেও আমরা এগিয়ে যাবো।
শনিবার সকালে সিলেট নগরীর মীররবক্সটুলায় মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক বাঘা ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও ৪টি বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব বাড়াতে জাতির পিতা প্রাথমিক শিক্ষকদের সরকারিকরণ করেন। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ শুরু করেছে। ঝরে পড়া শিক্ষার্থীর হার হ্রাস করেছে।
ইকবাল আহমদ চৌধুরী বলেন, করোনা মহামারির সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী শিক্ষাবিমুখ হয়ে পড়েছে। এতে করে আবারও ঝরে পড়ার হার বৃদ্ধি পেয়েছে। এদের অনেকেই বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছে। তাদেরকে আবারও বিদ্যালয়মুখী করতে সরকার চেষ্টা চালাচ্ছে। তবে এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই মিলে বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়া রোধে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন অনুদানের পৃষ্ঠপোষক ও মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী।
মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আরটিএম আল-কবির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেটের ব্যবসা এবং উন্নয়ন অধ্যয়ন অনুষদের ডিন ড. তোফায়েল আহমদ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম ও বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি