জীবনযুদ্ধ করে প্রবাসীরা বিশ্বনাথকে আলোকিত করেছেন – ইয়াহইয়া চৌধুরী এমপি

62

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, অনেক জীবনযুদ্ধ করে প্রবাসীরা বিশ্বনাথকে আলোকিত করেছেন। আজ দেশে-বিদেশে বিশ্বনাথের সুনাম ছড়িয়ে পড়েছে। বৃটেনের মত জায়গায় পার্লামেন্ট নির্বাচনে রুকশনারা আলী এমপি নির্বাচিত হয়ে বিশ্বনাথকে উজ্জ্বল করেছেন। রুশনারা আলীর পথ চলার মাধ্যমে আরো এগিয়ে যাবে বিশ্বনাথ। সংসদ সদস্য এহিয়া বলেন, গুণীদের খুঁজে বের করে বিশ্বনাথ প্রেসক্লাব দেশ ও জাতির কাছে নিজের সন্তানদের তুলে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য প্রেসক্লাব প্রসংসার দাবিদার।
গতকাল সোমবার উপজেলা শহরের ‘সোনারগাঁও রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে’ বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ব্রিটেনের লন্ডন বরা অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাচিত কাউন্সিলর, চাটার্ড একাউন্টেন্ট মো. আয়াছ মিয়া উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশিষ্ঠ চাটার্ড একাউনটেন্ট মো. আয়াছ মিয়া বলেছেন, কোন এক সময় অবহেলিত থাকলেও বর্তমানে বিশ্বনাথ অবহেলিত নয়। আলাদা ঐহিত্য বহন করে চলছে বিশ্বনাথ। এধারা অব্যাহত রাখতে প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে দলমতের ঊর্ধ্বে কাজ করে বিশ্বনাথের প্রবাসীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিগত সময়ে রুকশনারা আলীসহ সব প্রার্থীকে যেভাবে সহযোগিতা করা হয়েছে এ সহযোগিতা বর্তমান নির্বাচনে করতে সবার প্রতি আহবান জানান মো. আয়াছ মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন,বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিএনপি নেতা মো. সিরাজ খান, ডাক্তার সারোয়ার হোসাইন চেরাগ, আওয়ামী লীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, শিক্ষানুরাগী সিতার মিয়া, ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী, জাতীয় পার্টি নেতা মো. সিতাব আলী, রফিকুল আলম লালু, ছাত্র সমাজনেতা মারুফ হোসেন ফরহাদ।
অন্যান্যের মধ্যে সমাজসেবক মনিরউদ্দিন, মো. শানু মিয়া, আক্তার হোসেন, ব্যবসায়ী আব্দুন নূর, তরুণ পার্টি বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক সুহেল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য প্রণঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি