গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেন দেশের চলমান সংকটের মধ্যে দিয়ে ও শিক্ষার দিকে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং দেশ ও জাতির উন্নয়নে মানসম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন আমি সিলেটে দায়িত্ব নেয়ার পর সর্ব প্রথম গোয়াইনঘাট উপজেলায় এসেছি। তাই গোয়াইনঘাটের শিক্ষার মান উন্নয়নে ও সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে এস এম সির সকল সদস্য ও শিক্ষকবৃন্ধের আন্তরিকতা প্রয়োজন। তিনি গতকাল গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-সচিব ডাঃ সুভাষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান আফিয়া বেগমসহ বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, কলেজের অধ্যক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএনও অফিস পরিদর্শন করেন।