যৌন হয়রানি নির্মূলকরণে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১১ এপ্রিল শনিবার সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে পেইজ-মেজনিন প্রকল্প পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্প পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আশরাফুর রহমান। প্রকল্প পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, যৌন হয়রানি নারী নির্যাতন ও দমনের একটি হাতিয়ার। এর মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার লংঘন করা হয়। এছাড়া অন্যান্য অধিকার সর্বোপরি বেঁচে থাকার অধিকার ক্ষুন্ন করা হয়। রাস্তা ঘাটে নারীরা প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হয়। যৌন হয়রানির শিকার ও অন্যান্য কারণে স্কুল থেকে মেয়ে শিক্ষার্থীরা ঝরে পড়ে। ঝড়ে পড়া মেয়েদের বেশিরভাগই বাল্যবিয়ের শিকার হন। মেয়ে শিশু ও তার মাতাপিতার আত্মহননের প্রবণতা বাড়ে। মেয়েরা খেলাধূলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হয়। মেয়েদের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশ বিঘিœত হয়, সাহস ও মনোবল হারিয়ে ফেলে এবং সর্বোপরি যৌন হয়রানির শিকার মেয়েটির চলাচল সীমাবদ্ধ হয়ে পড়ে। ফলশ্র“তিতে সমাজ পিছিয়ে পড়ে এবং উন্নয়ন ব্যাহত হয়। তিনি তার বক্তব্যে আর বলেন, সরকারি পর্যায়ে যৌন হয়রানি বন্ধে কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও বেসরকারি পর্যায়ে পদক্ষেপ গ্রহণ না করলে যৌন হয়রানি প্রতিরোধ সম্ভব নয়। যৌন হয়রানি বন্ধে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পেইজ-মেজনিন প্রকল্পকে সার্বিক সহযোগিতা করার জন্য সভায় উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। প্রকল্প পরিচিত ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনহার মিয়া, মুসলিমাবাদ আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মুকুল মিয়া, নবগ্রাম হাজী মো: সাইম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঈনুল আজাদ ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। ব্র্যাকের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার। মুক্ত আলোচনায় প্রাপ্ত বিষয়ের উপর আলোচনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইজ সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম। কর্মসূচি উপস্থাপনা ও প্রেজেন্টেশন করেন পেইজ-মেজনিন প্রকল্পের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মেহনাজ আলম কুমকুম। প্রেজেন্টেশনে তিনি বলেন, বালাগঞ্জ উপজেলার ২১টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে এক বছরের জন্য পাইলট প্রোগ্রাম হিসাবে পেইজ-মেজনিন প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক, কমিউনিটির সদস্য, স্থানীয় সরকার ও প্রশানের সহযোগিতায় বাস্তবায়িত হবে। অনুষ্ঠান উপস্থপনা করেন মেজনিন কর্মসূচি ব্র্যাক সিলেটের সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইজ সিলেটের এরিয়া ম্যানেজার কহিনুর বেগম। উক্ত প্রকল্প পরিচিতি ও মতবিনিময় সভায় শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুশিল সমাজ ও পুলিশ প্রসাশন অংশ গ্রহণ করেন। প্রকল্প পরিচিতি ও মতবিনিময় সভায় সকলে যৌন হয়রানি বন্ধে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি