কানাইঘাট উপজেলার গাছবাড়ী মডার্ণ একাডেমী এডুকেশন ট্রাষ্ট ইউকের বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছবাড়ী মর্ডাণ একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই মেধাবীদের বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে। শত শত মেধাবী এখানে শিক্ষার আলো নিচ্ছে। সেই সব মেধাবী ও গরীবদের সহযোগিতা করতে পেরে ট্রাষ্ট সত্যিই আনন্দিত। আজকের মেধাবীদের মনে রাখতে হবে এই স্বীকৃতি তাদের থেমে যাওয়ার জন্য নয়। তাদের এগিয়ে যাওয়ার জন্য আজকের স্বীকৃতি দেয়া হচ্ছে। ভবিষ্যতে এই মেধাবীরা শুধু এই এলাকার নয় সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করবে। গাছবাড়ী মর্ডাণ একাডেমী এডুকেশন ট্্রাষ্ট ইউ.কে’র প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রাক্তণ ছাত্র ও এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্ট্রি মেম্বার মোঃ মখলিছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিফতাহুল বর চৌধুরী, একাডেমির ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রহমান, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি মাস্টার মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার শাহ্ নেওয়াজ খসরু। বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক বানু রাম বৈদ্যা, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, ফরিদ উদ্দিন, আসাদ উদ্দিন, করম উল্লা, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি