জেড.এম. শামসুল :
অগ্নি ঝরা ১৪ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে টিক্কা খানের কঠোর নির্দেশ উপেক্ষা করে মাঝিরা নৌকা ও বৈঠা নিয়ে এক বিশাল মিছিল রাজপথ প্রদক্ষিণ করে। বঙ্গবন্ধুর ডাকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন অব্যাহত থাকে। এই দিনে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার উদ্যোগে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকার জন্য সকল পেশা ও শ্রেণীর বাঙালিদের প্রতি আহ্বান করা হয়। এ সভায় ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান। এদিনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। এদিনও খন্ড খন্ড মিছিল ধানমন্ডির ৩২নং রোডের বঙ্গবন্ধুর ভবনের দিকে হাজার হাজার জনতার মিছিল ধাবিত হয়। এদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করা হয়। যাতে বাংলাদেশের বাইরে টাকা-পয়সা বা কোন প্রকার রসদ বাইরে না যায়। এদিন ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে পশ্চিম পাকিস্তান থেকে ছুটিতে আসা বাঙালি সামরিক কর্মকর্তাদের আর ফিরে না যাওয়া এবং দেশে থেকে মুুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। বিবৃতিতে বঙ্গবন্ধুর ঘোষিত ৩৫ দফা নির্দেশনা মেনে চলে স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।