গণদাবী পরিষদ তৃণমূলের আলোচনা সভা ॥ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবী

46

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ (তৃণমূল) কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে সংগঠনের আহবায়ক আলহাজ্ব আখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, কেন্দ্রীয় সদস্য সহ-সভাপতি আছমা বেগম, কেন্দ্রীয় সদস্য মোঃ ইয়াওর বক্ত চৌধুরী, সাংবাদিক চৌধুরী দেলোওয়ার হোসেন জিলন, সিটি কাউন্সিলর শামীমা স্বাধীন, জেলা কমিটির সভাপতি এডভোকেট শামীম হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, হাজী জমির উদ্দিন, সাবেক মেম্বার আকবর আলী, প্রভাষক এনামুল হক লস্কর, আরিশাদ রহমান দিদার, আতাউর রহমান সুমন তালুকদার, জামাল আহমদ। উপস্থিত ছিলেন নূরুদ্দিন রাসেল, অভি, রাহাদ, তৌফিক বাশার রাসেল, সাহেদ আহমদ, আল আমীন, রুবেল উদ্দিন, আব্দুল মতিন, মোজাক্কির আলী, ইমরান মিয়া, শামীম আহমদ, রাসেল আহমদ, মনির হোসেন, শামীম হাসান চৌধুরী, এম.এ জলিল, হুমায়ুন কবীর, আব্দুল কাইয়ুম, নুরুল ইসলাম রাসেল প্রমুখ।
সভায় বক্তারা দিল্লী থেকে ব্রিটিশ হাই কমিশন অফিস দেশে ফিরিয়ে আনা, সিলেট এম.এ.জি ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক জরুরী ভিত্তিতে সংস্কার, সিলেট-ঢাকা মহাসড়ককে চারলেইনে রূপান্তর ও সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম গামী আন্ত:নগর ট্রেনের যাত্রী সেবার মান বৃদ্ধি করা, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করা এবং হাওড় অঞ্চলের বাধগুলো অবিলম্বে মেরামত করার জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি