সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের উন্নয়নে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প একনেক-এ অনুমোদিত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে সিলেট চেম্বারের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। চেম্বার সভাপতি বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে সারাদেশে পাথর সরবরাহ করা হয়। এছাড়াও ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানীকৃত পাথর, চুনাপাথর ইত্যাদি সারাদেশে পরিবহন করা হয়। যা দেশের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি রাজস্ব আহরণের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করছে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ সড়কটির বেহাল দশা থাকায় এলাকাবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে তাদের দুর্ভোগ লাঘব হবে পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ব্যবসায়ী ও জনগণের কল্যাণে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় তিনি বর্তমান সরকারের প্রধামন্ত্রী, অর্থমন্ত্রী সহ সকল মন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজ্ঞপ্তি