বিশ্বনাথ পৌর শহরে তীব্র যানজন

6

আব্দুস সালাম, বিশ্বনাথ
বিশ্বনাথ পৌর শহরে যানজট এখন চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পৌরসভার থেকে দেয়া ট্রাফিক সদস্যরা কাজ করলেও তা নিয়ন্ত্রণে আসছে না। আর ট্রাফিক পুলিশের নেই কোন তৎপরতা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেও দায়ী করছেন ভুক্তভোগীরা। কয়েকজন শিক্ষার্থী ও পথচারীরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে বিশ্বনাথ বাজারে। অন্যদিকে ফুটপাতে হকারদের দৌরাত্বের মধ্যে ছোট-বড় গাড়ির যত্রতত্র পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, মোড়ে মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও অস্থায়ী স্ট্যান্ডের কারণে যানজট স্থায়ী রূপ নিয়েছে।
এদিকে যানজটের জন্য ব্যাটারিচালিত অটোরিকশার যত্রতত্র চলাচল ও সড়কের উপর দোকান বসার কারনেই এই ঝানজট সৃষ্টি হচ্ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সরেজমিন দেখা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিশ্বনাথ রশিদপুর, সিলেট সড়ক, জগন্নাথপুর, রামপাশা, সড়কে তীব্র যানজনটের সৃষ্টি হয়েছে। পৌরসভার যানজট নিরসন কর্মীরা কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। এক পর্যায়ে কাউন্সিলর জহুর আলী, সাংবাদিকসহ বেশ কয়েকজন পথচারির সহযোগীতায় প্রায় ঘন্টা খানেক তীব্র রোদ্রে চেষ্টা করে যানজট নিরশন হয়। একদিকে এইচএসসি পরিক্ষার্থীরা, অন্যদিকে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের এক কিলোমিটার পথ যেতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। এ ব্যাপারে বিশ্বনাথ থানা, ওসমানীনগর সার্কেল, ট্রাফিক পুলিশসহ একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।