হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে মাটি বোঝাই ট্রাক্টরের সাথে ব্যাটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই সড়কের অগ্রদূত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল গ্রামের ওমর আলীর স্ত্রী রহিমা খাতুন (৪২), বানিয়াচং উপজেলার দৌলতপুর ইনতাজ উল্লার ছেলে লাল মিয়া (৬৫), একই উপজেলার রামগঞ্জ গ্রামের আব্দুল মন্নানের ছেলে কলিম মিয়া (৩৫) ও একই গ্রামের শফিক মিয়ার মেয়ে সামিয়া বেগম (১)।
জানা যায়, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত টমটম হবিগঞ্জ শহরে আসছিল। টমটমটি অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে আসলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুন মারা যান। ঘটনার পর পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় অন্যান্য আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় উল্লেখিত তিনজন মারা যান।
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।