তথ্য কমপ্লেক্স ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মূল প্রচারকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। তিনি ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা তথ্য অফিস সিলেট পরিদর্শনকালে একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভি’র ব্যুরো প্রধান ইকরামুল কবির, জেলা প্রেসক্লাব সভাপতি ও বিটিভি সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ফয়সল আহমদ, সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারসহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সিলেট কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালীন বক্তব্যে তথ্য সচিব মরতুজা আহমদ বলেন-সিলেট সহ দেশের ৬৪টি জেলায় দুই ধাপে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রথম ধাপে যে সকল জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে তার মধ্যে সিলেট অন্যতম। তিনি বলেন এই তথ্য কমপ্লেক্স থেকে তথ্য মন্ত্রণালয়ের সকল দপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া এ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক সিনেপ্লেক্স, অডিটোরিয়াম, আধুনিক তথ্য ভান্ডার এবং সাংবাদিকদের জন্য ওয়াইফাই জোনসহ কম্পিউটার ল্যাব থাকবে। এ সময় জেলা তথ্য অফিস কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ২০১৬-১৭ অর্থবছরে বাস্তবায়িত কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন পাউয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জেলা তথ্য অফিস সিলেট এর উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। প্রতিবেদনটি পর্যালোচনা করে তথ্য সচিব মন্তব্য করেন-অনেকগুলো সূচকে সিলেট তথ্য অফিসের বাস্তবায়ন লক্ষ্যমাত্রার চেয়ে অধিক। প্রচার কার্যক্রমের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে তথ্য অফিসের উপপরিচালক-কে নির্দেশনা প্রদান করেন। এর পূর্বে তিনি সিলেট জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি