বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-২০১৫ (সিলেট জেলা)’ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শুক্রবার সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়জুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-২০১৫ (সিলেট জেলা) এর আহ্বায়ক মঞ্জুর আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল ও মুফতি আব্দুল খাবির, সংস্থার কোষাধ্যক্ষ এ.এ.এম মিরাজ (জাকির), সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মো. আক্তারুজ্জামান মান্না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান যায়েদ আহমদ চৌধুরী, সংস্থার সাধারণ পরিষদের সদস্য দীপাল কুমার সিংহ, সাজেদ আহমদ চৌধুরী বাপন ও বেলাল আহমদ চৌধুরী, মোহাম্মদ মকন হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক আব্দুল মালিক রাজু, আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক আতিকুর রহমান, সিলেট জেলা হকি কমিটির সম্পাদক মো. সুনু মিয়া, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আম্পায়ার ইছমত আলী, এটিএম ইকরাম ও সাইদ আহমদ হাসান, স্কোরার এডভোকেট রুমন আহমদ, রিংকু সরকার প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভেই সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক মো. আক্তারুজ্জামান মান্নার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। প্রতিযোগিতায় ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে এবং প্রতিদিন সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সিলেট জেলা স্টেডিয়াম মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকবৃন্দের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-২০১৫ (সিলেট জেলা) এর আহ্বায়ক মঞ্জুর আহমদ চৌধুরী।
উদ্বোধনী খেলায় মোহাম্মদ মকন হাইস্কুল এন্ড কলেজ এর মুখোমুখি হয়েছে আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। বিজ্ঞপ্তি