গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়ানইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে গলা কেটে হত্যার পর তার বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত মূল আসামিসহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বিষয়টি পুলিশের একটি সূত্র গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।
নৃশংস এ হত্যাকান্ডের শিকার আব্দুল কাদির (২৭) গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি চার বছর আগের ওই এলাকার একটি হত্যা মামলার আসামি ছিলেন।
গত শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে পূর্বের হত্যাকাণ্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেয়া মূল আসামি লুৎফুরসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শাহীন, লুৎফুর, আলী হোসেন, আলম হোসেন, বেলায়েত হোসেন, কাজী কামাল, আব্দুন নুর, জসীম উদ্দীন, হাবিবুল্লাহ, মিসবাহ ও অলিউল্লাহ ।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন সিলেট জেলার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম জানান এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত অন্যদের আটকে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।