সিলেটে আজ সকাল-সন্ধ্যা হরতাল

21

স্টাফ রিপোর্টার :
স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের গুলি ও নেতা কর্মীদের আহত করার প্রতিবাদে আজ শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট শামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের ফরহাদ চৌধুরী শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০ দলীয় জোটের ডাকা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা পৌণে ২টার দিকে সিলেট নগরীরর বারুতখানা থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল বারুতখানা পয়েন্ট থেকে পুলিশ সদস্যরা পেছন থেকে মিছিলে গুলি চালায়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, সালাম, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ূমসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন দলের নেতারা। এ সময় পুলিশ ধাওয়া করে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা এ ইউ তাহের ও সায়েফকে আটক করে।