সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল কালাম বলেছেন, আইন দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবেনা। যতই আইন হোক সবার আগে মানুষকে পরিবর্তন হতে হবে। সমাজকে পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে পরিবর্তন হতে হবে। আইণ মানতে হবে সবাইকে। তিনি বলেন, একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য নারী পুরুষের সম্মিলিত উদ্যোগ দরকার। নারীদের ক্ষমতায়নে সরকার কাজ করছে। নারীদের কর্মক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জল দৃষ্টান্ত। বৃহস্পতিবার সকালে ব্র্যাক সিলেটের উদ্যোগে নগরীর একটি হোটেলে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্র্যাকের টেকনিক্যাল ম্যানেজার মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, যুব উন্নয়ন অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মিজানুর রহমান, ব্র্যাক প্রধান কার্যালয়ের ম্যানেজার রাজিয়া বেগম, সিলেটের আর এম হালিমা আক্তার রুবি ও ব্র্যাকের সিলেটের সমন্বয়কারী বিভাস চন্দ্র তরফদার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ব্র্যাক কর্মকর্তা আশিকুজ্জামান চৌধুরী, তাসলিমা ইয়াসমিন, আব্দুল বাতেন, আমজাদ হোসেন, আব্দুল জব্বার, ইকবাল চৌধুরী, আমিনুল ইসলাম, মশিউর রহমান, মো: মানকি মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি