আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৫ উপলক্ষে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য ও প্রযুক্তি) ড. আহমদ উল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা সমাজসেবা অধিপ্তরের উপ-পরিচালক মোঃ তুরণ মিয়া, এনডিসি ইমরুল কায়েছ, পিটিআইএর তত্ত্বাবধায়ক বিপ্লব চন্দ্র দাস ও জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ তফাজ্জুল হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও পিটি আইয়ের শিক্ষক শিক্ষার্থীসহ নানান পেশার লোকজন র্যালীতে অংশ নেন।
বক্তারা বলেন, আগেকার চলচ্চিত্রে নোংরামী থাকলেও এখনকার চলচ্চিত্রের মাঝে অনেক পার্থক্য রয়েছে। তাই সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনীর জন্য বর্তমান সরকার চলচ্চিত্রের গুণগতমান বৃদ্ধি করেছে, এখন হতে দেশের প্রতিটি পরিবারকে প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্র দেখার আহবান জানান।