স্টাফ রিপোর্টার :
নগরীর গোটাটিকর এলাকায় সিলেট বিএসটিআই বিভাগীয় অফিস এর নিজস্ব উদ্যোগে সিএম ও মেট্রোলজি উইং এর কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত সার্ভিল্যান্স টিম কর্তৃক “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮”, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র বৈধ সিএম সনদ না থাকায় মোগলাবাজার রোডের মেসার্স বাংলাদেশ ব্রিকস গোটাটিকরে বিসিক শি/ন মেসার্স রসমেলা ফুড প্রোডাক্টস এবং মেসার্স মধুফুল ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে ৩টি ও বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ বিহীন ওজন ও পরিমাপকযন্ত্র ব্যবহার করায় মেসার্স রসমেলা ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে ১টি নিয়মিত মামলা দায়েরসহ সর্বমোট ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়। জনস্বার্থে বিএসটিআই এর আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।