শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

55

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরাকে সামিয়কভাবে বরখাস্ত করা হয়েছে। মন্ত্রনালয়ের এক চিঠিতে এ আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক  বুধবার জানান, প্রেমসাগর হাজরার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর এর দুইটি মামলার অভিযোগপত্র আদালত কতৃর্ক গৃহীত হওয়ার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কর্তৃক ২৫ মার্চ ২০১৫ স্বাক্ষরিত পত্রে বরখাস্তের এ আদেশ কার্যকর করা হয়েছে। উলে¬খ্য গত ১৭ নভেম্বর জেমস ফিনলে চা কোম্পানীর দুইজন বাগান ব্যবস্থাপককে মারধর করার অভিযোগে চা বাগান কর্তৃপক্ষ প্রেমসাগার হাজরা সহ তার পরিবারের ১৭ জনের নামে থানায় মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে পুলিশ ১৯ নভেম্বর প্রেম সাগর হাজরার বাড়িতে তদন্তে গেলে প্রেমসাগরের পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশ আরেকটি মামলা রুজু করে।