ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

43

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোল চত্বর এলাকায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সে নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের জহির উল্লার পুত্র নোমান মিয়া(২২)। গতকাল সোমবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা গামী ঢাকা মেট্টো-ট১১-৭৬৮২  ট্রাক রাস্তা পারাপার কালে নোমান কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ঘাতক ট্রাক কে আটক করে থানা নিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুনব্বী জানান খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।