পথ চলা

74

মিজানুর রহমান মিজান

ভব সাগরে দিবা নিশি
এপার ওপার র’ল মিশি
নিত্যকার খেলা।

জানি এক দিন তরী
উপলক্ষ একটা করি
শেষ ঘন্টায় সাঙ্গ মেলা।

মেলায় হয় জমায়েত
আনন্দ উচ্ছ্ব্াসের খেত
ডুবলে তরী সবাই একেলা।

এ জীবনের ঝংকার
হবে একদিন বেকার
বিশ্রাম নেবে সাঙ্গ করে পথচলা।