৭ আগষ্ট ও ২১ আগষ্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা – বদর উদ্দিন কামরান

22

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ৭ আগষ্ট ও ২১ আগষ্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের যে সব নেতাকর্মী রক্ত দিয়ে দেশ ও জাতীর কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তাদের রক্তের ঋণশোধ করতে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নৌকাকে বিজয়ী করতে হবে। ২০১৪ সালে ৭ আগষ্ট গুলশান সেন্টারে ১৫ আগষ্ট উপলক্ষে সিলেট নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা এক জরুরী সভা শেষ হওয়া মাত্র গ্রেনেড হামলায় নিহত হন মোঃ ইব্রাহিম। এটিই ছিল জোট সরকারের আমলের ৭ আগষ্ট সিলেটের ইতিহাসে একটি কালো অধ্যায়।
তিনি ৭ আগষ্ট মঙ্গলবার সিলেটের গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলীর স্মরণ শোক সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলওরের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন কুমার দাস, মহানগর সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন রানা, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সদস্য জামাল আহমদ চৌধুরী, আব্দুস সোবহান, সাদিকুর রহমান, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, রেজাউল রহমান সেলিম, শেখ আবুল হাসনাত বুলবুল, শফিক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সাবেক ছাত্রনেতা বেলাল খান, শফিক আহমদ, মোঃ আতিয়ার রহমান, মহানগর ছাত্রলীগ নেতা জাহেদ হোসাইন তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন রায়হান, ওয়াহিদুর রহমান ফাহিম, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল আহমদ সোহেল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাবেক ছাত্রলীগ নেতা তানবীর কবীর চৌধুরী সুমন, ডাঃ নাজরা চৌধুরী, মোঃ আমির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান চৌধুরী সাজন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলাল, সাইফুর রহমান সাইফুর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ আনোয়ার আলী, শেখ জাহাগীর মিয়া, মহানগর আওয়ামীলীগ নেতা রুহুল মানিক ছোটন, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাউল লিমন প্রমুখ। বিজ্ঞপ্তি