নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনকের জন্মদিন পালিত ॥ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না

118

11070673_448508981980012_4719587141434639677_nস্টাফ রিপোর্টার :
সিলেটে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী। একই সঙ্গে জাতীয় শিশু দিবস উপলক্ষেও চাইল্ড নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুরুতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট, পুলিশ কমিশনার সিলেট, জেলা প্রশাসক সিলেট, পুলিশ সুপার সিলেট, মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর ইউনিট কমান্ড।
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও প্রশাসন, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন  সংগঠনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এর পর জেলা প্রশাসন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এক আনন্দ শোভা যাত্রা বের করে।
জেলা ও মহানগর আওয়ামী লীগ : নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শুরুতে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।000123456 copy
বেলা ১১টায় সিলেট জেলা, মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের বিশাল কেক কাটেন।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সৈয়দা জেবুন্নেছা হক,  আশফাক আহমদ, এড. শাহ ফরিদ আহম্মদ, এড. রাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এড. নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এড. নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, এজাজুৃল হক এজাজ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, জুবের খাান, এড. মাহফুজ, এড. খোকন কুমার দত্ত, ইশতিয়াক চৌধুরী, ডা. আরমান আহমদ শিপলু, এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, এড. গোলাম ছোবহান চৌধুরী দিপন, আসমা কামরান, সামছুন্নাহার মিনু, জামাল চৌধুরী, ইঞ্জি. শফিকুল ইসলাম খান, এড. আজমল আলী, আব্দুস সোবহান, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাফর চৌধুরী, শামীম রশিদ চৌধুরী, আব্দুর রহমান, শামীম আহমদ, আলম খান মুক্তি, খন্দকার মহসিন কামরান, মুশফিক জায়গীরদার, সোহেল আহমদ সাহেল, রাহাত তরফদার, শাহরিয়ার আলম সামাদ, এমরুল হাসান, রায়হান চৌধুরী, রশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।11073400_448506138646963_446245516992198374_n
জাসদ : বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকীতে জাসদ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জাসদের যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বেলা ১২টায় মহানহর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদের চৌহাট্টাস্থ বাসভবনে জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলীর সভাপতিত্বে মহানগর জাসদের দপ্তর সম্পাদক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বক্তারা বলেন দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি দাতাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাসদের সহ-সভাপতি মাহমুদ আলী, মহানগর জাসদের সহ-সভাপতি ফেরদৌস আরবী, কামাল আহমদ চৌধুরী আলমগীর, সাধারণ সম্পাদক নাজাত কবীর, জেলা জাসদের যুগ্ম-সম্পাদক আলা উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অলক শ্যাম, মহানগর জাসদের সহ-সম্পাদক আলী আকবর, সমাজ সেবা সম্পাদক সৈয়দ শাহ জাহান, জেলা তথ্য সম্পাদক কবির উদ্দিন, জেলা তথ্য সম্পাদক, জেলা জাসদ নেতা হালিম আহমদ, শহিদুল ইসলাম খোকন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শাকিল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা হিমু আহমদ, তুহিন আহমদ, জামাল আহমদ, আফজল আহমদ, অভিজিত নাথ, রিফাত আহমদ, অলি আহমদ দিপু, রায়হান আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন দেশ ব্যাপী অরাজকতা সন্ত্রাসী হামলা, পেট্টল বোমায় নিরীহ মানুষ হত্যা হরতাল অবরোধের নামে দেশে উন্নয়ন ব্যাহত করতে ২০দলীয় জোট নেত্রী খালেদা জিয়া সকল হত্যাকান্ডের হুকুমের আসামী হবেন। সভায় আগামী ২২ মার্চ জেলা ও মহানগর জাসদের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগরের প্রতিটি ওয়ার্ডের ও উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোর্ট পয়েন্টে জনসভার করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে জাসদের কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জাসদের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মঈন উদ্দিন খান বাদল এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভার পূর্বে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর জাসদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলী মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ, মহানগর জাসদের সহ-সভাপতি ফেরদৌস আরবী, সাধারণ সম্পাদক নাজাত কবীর, জেলা সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, জেলা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক অলক শ্যাম, মহানগর দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শাকিল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।DSC_0185 copy
জগন্নাথপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন : জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্ম বার্ষিকী ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, পৃথকভাবে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির। পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম, হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল মুকিত, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন লালন, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফরোজ ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা শায়েক আহমদ প্রমুখ।DSC_0787 copy
হামদর্দ : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে স্মরণীয় করে রাখার জন্য হামদর্দ ল্যাবঃ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সিলেট জিন্দাবাজার, উপশহর, শাহজালাল, সোবহানীঘাট, কদমতলী, দরগাহ গেইট শাখাসহ বৃহত্তর সিলেটের ২১ টি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে একযোগে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত গরীব, অসহায়, দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং রুহ আফজা দিয়ে আপ্যায়ন করানো হয়। সমগ্র বাংলাদেশের হামদর্দের সকল চিকিৎসকগণ অত্যন্ত যতœ ও আন্তরিকতার সহিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেছেন।
উল্লেখ্য যে, হামদর্দ ১০৯ বৎসর যাবৎ এই উপমহাদেশে প্রাচ্য চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের লক্ষ্যে গুণগত মান সম্পন্ন ঔষধ উৎপাদন ও বাজারজাত করণ সহ চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে অনুরূপ কর্মসূচী পালন করাসহ প্রত্যেক মাসের ২য় শুক্রবার গরীব, অসহায়, দুস্থ-রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করিয়া আসিতেছে। বাংলাদেশে ৩০০টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে গণমানুষের সু-সম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ১০টা পর্যন্ত হামদর্দের পুরুষ ও মহিলা চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত আছেন।DSC_0960 copy
বঙ্গবন্ধু পরিষদ : বঙ্গবন্ধু পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. একেএম হাফিজ বলেছেন, ইতিহাসের মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হত না। তাই এই দেশের ইতিহাসে বঙ্গবন্ধু চিরঞ্জীব হয়ে আছেন এবং থাকবেন।
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হোসেন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় শাখার অর্থ সম্পাদক সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, সদস্য অধ্যাপক কৃষ্ণা প্রিয়া দাস, সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ, প্রফেসর ড. মিঠু চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল প্রমুখ।
আওয়ামীলী প্রজন্মলীগসিলেট জেলা ও মহানগর শাখা : গতকাল ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু ৯৫তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলী প্রজন্মলীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ জন্ম হত না। বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতি কোন দিন ভুলতে পারবেন া। বর্তমান পরিস্থিতির জন্য খালেদা কে জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতিতে আসতে হবে। অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মোঃ জাহির উদ্দিনের সভাপতিতে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এম বাবর লস্কর, মহানগর শাখার সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইসলাহ উদ্দিন বাবলু, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, তারেক আহমদ, মাহমুদ হোসেন খান, সাবেল আহমদ, এজাজ আহমদ, আবু বকর, রকি দেব, আব্দুল মালেক, রোকন আহমদ প্রমুখ।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারি সমন্বয় সমিতি : সিলেটের সিভিল সার্জন ডাঃ মোঃ আজহারুল ইসলাম বলেছেন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। তিনি শিশুদের খুব স্নেহ করতেন। তিনি আশা করতেন শিশুরা যোগ্য নাগরিক হয়ে দেশের উন্নয়নে গড়ে উঠুক। তাই এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ভূষিত করা হয়েছে। যাতে করে শিশুরা বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু আদর্শের মানুষ হতে পারে। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারি সমন্বয় সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার নগরীর সিভিল সার্জন অফিসের সভা কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।Sylhet Awamileague News Pic 17.3.15
বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সিভিল সার্জন অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র‌্যালি শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের সিভিল সার্জন ডাঃ আজহারুল ইসলাম সহ সমিতির সদস্যরা। পরে র‌্যালীতে অংশগ্রহণকারি ও শিশুদের নিয়ে কেক কাটা হয়। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারি সমন্বয় সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোঃ গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল আলী বাবলুর পরিচালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুষ্ঠ হাসপাতাল সিলেটের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ তবিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডাঃ ইমদাদুল হক নয়ন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সুজন বণিক, সিভিল সার্জন অফিস সিলেটের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন অফিস সিলেটের জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার। উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের ঐতিহাসিক দিনগুলো তোমাদের মনের খাতায় লিপিবদ্ধ রাখতে হবে।  তোমরা যেভাবে ছবি একে আমাদের ইতিহাসকে তুলে ধরেছ তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি আনন্দিত এই জন্য যে আমাদের বর্তমান প্রজন্ম সঠিকভাবে এগোচ্ছে। শিশুরা যেন বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যায় সে জন্য অভিভাবকদের দৃষ্টি দেওয়ার আহবান জানান।
শিল্পকলা একাডেমী : নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমী, সিলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করে। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে ১৬ মার্চ সকাল ১১:০০টায় জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমী ভবনে ৩টি বিভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়। গতকাল (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন আয়োজিত র‌্যালীতে অংশগ্রহণ এবং সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী, সিলেট কর্তৃক আয়োজন করা হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আল-আমিন, পুলিশ সুপার নূরে আলম মীনা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, কমান্ডার, সিলেট জেলা ইউনিজ কমান্ড সুব্রত চক্রবর্তী ও কমান্ডার, সিলেট মহানগর ইউনিট কমান্ড, ভবতোষ রায় বর্মণ। আলোচনাসভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সিলেট জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা যুবলীগে : বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নতুন করে শপথ নিতে হবে। বঙ্গবন্ধু স্বাধীন দেশ গড়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি একজন আদর্শমানের নেতা ছিলেন। দেশ ও জাতি গঠনে তার ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক এই স্বাধীন দেশ আমরা পেতাম না।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বক্তারা এসব কথা বলেন।
১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারন সমম্পাদক খোন্দকার মহসিন কামরানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, অর্থ সমম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ কাপালী মিন্টু, লাভলু বড়ুয়া, সাইস্তা তালুকদার, সদস্য মাসুক মিয়া আশিক, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, বাবলা চৌধুরী, রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর, শাহিন আহমদ, লোকমান আহমদ, শেখ আবুল হাসনাত বুলবুল, জহিরুল ইসলাম জুয়েল, জিল্লুর রহমান, ফজলুর রহমান জসিম, মুসাদ্দেক আহমেদ মুসা, আহমেদ মিথুল প্রমুখ।
মদনমোহন কলেজ : জাতি রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিনশ্বর চেতনায় আমাদের অন্তরে চিরজাগরুক। তিনি আমাদের জাতির পিতা। তাঁর সংগ্রামী জীবন যুদ্ধজয়ের প্রেরণা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। বাঙালির গণসংগ্রাম ও মুক্তির দিশারি তিনি। তাঁর প্রদত্ত সাতই মার্র্চের ভাষণ আমাদের স্বাধীনতার ইশতেহার। আর লাল-সবুজ পতাকা আমাদের চেতনার প্রতীক। ‘আমার সোনার বাংলা’ আর ‘চল্ চল্ চল্’ গান আমাদের প্রাণ-স্পন্দন ও জীবনের ফোয়ারা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে উপলক্ষে মদনমোহন কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে ‘বাঙালির গণসংগ্রাম ও অবিনশ্বর মুজিব’ শীর্ষক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এ কথাগুলো বলেন। সকাল ১১টায় শিক্ষকমিলনায়তনে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক শংকর চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, উপাধ্যক্ষ (অ্যাকাডেমিক) মো. রফিকুল ইসলাম, অধ্যাপক আহমদ হোসেন, অধ্যাপক প্রদীপকুমার দে, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ, সহযোগী অধ্যাপক মো. মবশ্বীর আলী, সহযোগী অধ্যাপক বিপ্রেশরঞ্জন রায়, প্রভাষক আবুল কাসেম, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক উজ্জ্বল দাস, খণ্ডকালীন প্রভাষক বাবুল চন্দ্র দেব, প্রধান সহকারী অরিন্দম দত্ত চন্দন। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক অসিত রঞ্জন দাস, সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, প্রভাষক তামান্না ইয়াসমিন নাজমি, প্রভাষক তাহের আলী পীর, প্রভাষক ধ্র“বরাজ চৌধুরী, প্রভাষক মুহাম্মাদ যুননূরাইন, প্রভাষক পিনাক চৌধুরী, খণ্ডকালীন প্রভাষক দেবব্রত দেব, প্রদর্শক মো. রাশেদ আহমদ, প্রদর্শক মো. জিল¬ুর রহমান, হিসাবরক্ষক রামেন্দ্র চৌধুরী প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সব চেয়ে ভালোবাসতেন। শিশু কাল থেকেই বঙ্গবন্ধু ভাল ছাত্র ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। বাল্য বয়স থেকেই তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়  ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন ইসলামের একজন প্রকৃত সেবক। তিনি বিশ্বের মানচিত্রে যেমনি দেশকে পরিচিত করেছেন, তেমনি ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আজ এ ফাউন্ডেশনের ৮০ হাজারের বেশী জনশক্তি শিশুদের শিক্ষা ও ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের কোন স্থান নেই। যারা মানুষ হত্যা করে, ঈদে মিলাদুন্নবী (সা:) ধর্মীয় দিবস এমনকি বিশ্ব ইজতেমার দিনেও হরতাল অবরোধ প্রত্যাহার করে না তাদের বিরুদ্ধে দেশ ও জাতিকে সর্তক থাকতে হবে। বঙ্গবন্ধু তাঁর কর্মের মাধ্যমেই চিরদিন আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
গতকাল ইসলামিক ফাউন্ডেশন সিলেটের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬তম জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস, ২০১৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক (চলিত দায়িত্ব) ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিবি গেইট মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ কুতবুল আলম, যুক্তরাজ্যস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, বিশিষ্ট সাংবাদিক ও ঢাকা নিউজ ২৪ ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক লতিফুল বারী হামিম। প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন। সভাপতির বক্তব্যে। ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক (চলিত দায়িত্ব) ফরিদ উদ্দিন আহমেদ বলেন বঙ্গবন্ধু দেশের উন্নয়ন ও ইসলামের প্রচার প্রসারে কাজ করে গেছেন। তাঁর কাজের সূত্রধরে আমরা সিলেটের আলেম-উলামাদের নিয়ে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শফিকুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন সিলেট’র ফিল্ড সুপারভাইজার সৈয়দ জিয়াউর রহমান উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট’র ফিল্ড অফিসার মোঃ আবদুল বাকী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাফফেরাত ও দেশ জাতি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা  জেলা ও মহানগর শাখা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু কিশোর সংগঠন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট মহানগর শাখার সভাপতি ইয়ামিন আরাফাত খান এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন মহানরগ শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলাল, জলা শাখার সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন ইমু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সাওন, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ রনি, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক সাবেল আহমদ, মহানগর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মিঠু মিয়া, রাসেল হোসেন, বসু দাস, সাইফুর রহমান, রাব্বি, এলিন, শরিফ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, বাহার আহমদ প্রমুখ।
সংগঠনের নেতৃবন্দ সম্মেলিত ভাবে জন্ম দিনের কেক কেটে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং তাহার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় বক্ত্য করেন।
ওসমানী জাদুঘর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০১৫ উপলক্ষে ওসমানী জাদুঘর সিলেট ‘বঙ্গবন্ধুর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। বক্তৃতা প্রতিযোগিতায় ৮ম থেকে ১০ শ্রেণী ক গ্র“প ও একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী খ বিভাগ দুটি গ্র“পের মধ্যে প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ২৪ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের অধ্যাপক প্রণব কান্তি দেব ও সিলেট কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওসমানী জাদু ঘরের সহকারী কীপার এস এম জালাল উদ্দিন।
প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে প্রতিযোগিবৃন্দ প্রাণবন্ত আলোচনা করেন।