স্টাফ রিপোর্টার :
স্কুলছাত্র আবু সাঈদের ঘাতকদের মধ্যে গ্রেফতারকৃত র্যাবের সোর্স পরিচয়দানকারী আতাউর রহমান গেদা (৩৩) ৩ দিনের রিমান্ডে থাকার দ্বিতীয় দিনে গতকাল বুধবার ধীরে ধীরে ও কৌশলে মুখ খুলছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সে বার বার মূল ঘটনার বিবরণ এড়িয়ে যাচ্ছে। গেদা ছাতক থানার মঈনপুর গ্রামের মৃত হবি রহমানের পুত্র। বর্তমানে সে নগরীর ঝর্ণারপার ৭২ নং বাসার নিচ তলার বাসিন্দা।
গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ ফজলে আজিম পাটোয়ারী তার বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-১) মোঃ সাহেদুল করিমের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার গ্রেফতার হওয়া জকিগঞ্জ থানার বাল্লা গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র বর্তমানে ঝর্ণারপার সবুজ ৩৭ নং বাসার বাসিন্দা ও এয়ারপোর্ট থানার কনষ্টেবল (কং-৯৩৯) এবায়দুর রহমান (২৪) এবং ওসামনীনগর থানার আনোয়ারপুর গ্রামের শফি মিয়ার পুত্র বর্তমানে নগরীর নিপবন আবাসিক এলাকার বাসিন্দা ও জেলা ওলামালীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব (২৬) ঘটনার পুরো বিবরণ দিয়ে ওই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ ফজলে আজিম পাটোয়ারী জানান, ধৃত আতাউর রহমান গেদা অনেক চালাক সে আস্তে আস্তে কিছু ঘটনা বলছে। রিমান্ডে এ ঘটনার বিষয়ে সে কি কি বলেছে এমন প্রশ্ন করলে আজিম বলেন, গেদা রাকিব ও পুলিশ কনষ্টেবল এবাদুরের সাথে বেশ কিছুদিন ধরে কাজ করছে। তাদের দেয়া জবানবন্দীতে মাসুম নামের যে এক ঘাতকের নাম আসছে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। আজ রিমান্ড শেষে গেদাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।
শিশু-কিশোর মেলা : শিশু কিশোর মেলা সিলেট জেলার উদ্যোগে স্কুলছাত্র আবু সাইদ হত্যার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল বিকাল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক লিপন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক অপু কুমার দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর কমিটির অর্থ সম্পাদক রুবেল মিয়া, শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক পলাশ কান্ত দাশ প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট : গতকাল দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাহাত আহমদ, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমীন, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, বদরুল ইসলাম, আশিক মোস্তফা, হুজায়েল আহমদ, সাজ্জাদ আহমদ, সাবরিনা আক্তার, সানি আহমেদ প্রমুখ।
এদিকে হাজী শাহমীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ এর হত্যাকরীদের ফাঁসির দাবীতে গতকাল বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।
কুমারপাড়ায় ঝরণা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে হাজী শাহমীর সরকারী প্রাথমিক বিদ্যাল ম্যানেজিং কমিটি, সবুজ সংঘ সোনতুলা এলাকাবাসী, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থা, মোহনা সাংস্কৃতিক সংঘ এমসি কলেজ, সুনামগঞ্জ সমিতি, মিতালী আবাসীক এলাকা, এভারগ্রীণ সমাজ কল্যাণ সংস্থা, রোকারেক্ট ক্লাব এমসি কলেজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবু সাঈদ হত্যারকারী দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। হত্যাকারীদের ফাঁসির কার্যকর হলে আর কোন স্কুল ছাত্রকে অপহরণ করার সাহস পাবে না অপহরণকারীরা। শিশু আবু সাঈদের কি দোষ ছিল তাকে হত্যাকরা হলো। আর যাতে কোন মায়ের বুক খালি না, কোন স্কুল ছাত্র যেন পুলিশের হাতে অপহরণ না হয় সেই জন্য পুলিশসহ জড়িতদের অবিলম্বে ফাঁসি কার্যকরে আহবান জানানো হয় মানববন্ধনে।
আয়োজিত মানববন্ধনে ঝরণা তরুণ সংঘের সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমদ এবং সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজের যৌথ পরিচালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. জাকারিয়া মালিক চৌধুরী, হাজী শাহমীর সরকারী প্রাথমিক বিদ্যাল ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া, সহ-সভাপতি শওকত আমীন জাহিদ, সদস্য দোলোয়ার হোসেন, রাজা, ঝরণা তুরুণ সংঘের সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি শফিকুর রহমান আলকাস, ফাত্তাহ আহমদ, সংঘের অর্থ সম্পাদক আফছর আহমদ, সহ-অর্থ সম্পাদক হানিফ আহমদ, ক্রীড়া সম্পাদক আলমগীর আহমদ, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, পাঠাগার সম্পাদক ফেরদৌস আহমদ, কার্যকরী কমিটির সদস্য মাছুম আহমদ, অলিউর রহমান, আরিফ আহমদ, শাফীন আহমদ, আবেদ আহমদ, তোফায়েল আহমদ, আকতার আহমদ, রুহোল আহমদ, শাহিন আহমদ, মাছুম আহমদ, ফাহাল আহমদ, বাপ্পি আহমদ, শাহ আলম, সোহেল, কবির, সাহিন, সাহান, ইমন, শিমূল আহমদ,লোকমান আহমদ, মিলাদ আহমদ, রিফাত, সংবাদপ্রত্র এ্যাজেন্ট ইসলাইল হোসেন, আলমগীর হোসেন, সবুজ সংঘের ইমন, ওলিউর রহামন, লোকমান, গোলাপ, গুলজার, উপদেষ্টা সামছুল ইসলাম নুজাই, এভারগ্রীণ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা তারেক আহমদ খান, অনুশীলন একাডেমীর পরিচালক শিব্বির তালুকদার, কেমব্রিজ গ্রামার স্কুলের পরিচালক মো: আবুল কালাম, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালা উদ্দিন আহমদ মামুন, শিপলু আহমদ, শোয়েব আহমদ, রুবেল ইসলাম, সাঈদ হোসেন, শেখ ওয়াহিদুজ্জামান সোহান, আশরাফুল ইসলাম, মোবারক হোসেন ফাত্তাহ, ছামন, রুকন, আলমগীর, খোকন, অগ্রগামী স্কুলের মাঈদুল ইসলাম, শাহী ঈদগাহ ব্যবসায়ী সমিতির জুনেদ ওয়াকিক, সুনামগঞ্জ সমিতির মো: আলীকুল ইসলাম চৌধুরী এহিয়া, দেলোয়ার, জয়নাল আহমদ, কবীর আহমদ, এখলাছুর রহমান, মো: নান্নু মিয়া প্রমুখ।