গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট ট্রেডিং গ্রামীণ ডিষ্ট্রিবিশন হাউজ গোলাপগঞ্জ শাখার প্রধান অফিস চুরি করে ১০ লাখ টাকার মোবাইল কার্ড লুট করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এ সময় চোর চক্রের সদস্যরা আরো ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি ঘটে সোমবার রাতের কোন এক সময় গোলাপগঞ্জ পৌর চৌমুহনীর গ্রীন ওয়ান্ডার টাওয়ারের ৩য় তলায়। ৪র্থ তলার ওই বাসায় প্রায় দু’বছর থেকে গ্রামীণ ডিষ্ট্রিবিশন কার্যক্রম চলছে। চোর চক্রের সদস্যরা অফিসের কিচেন রুমের জানালা কেটে ভিতরে ঢুকে। প্রধান অফিস ইনচার্জ মোহাম্মদ মফিজুল্লাহ ও আইটি অফিসার রিয়াত জানান,প্রতিদিনের মত গত সোমবার রাত ১২টায় আমাদের লোকজন অফিস লাগিয়ে যান। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার সকাল ৯টায় অফিস স্টাফরা অফিসের প্রথম দরজা খুলেন এবং ২য় দরজা তালা খুলার পর দেখেন ভিতর দিয়ে লাগানো রয়েছে। পরে স্টাফের লোকজন অফিস ইনচার্জকে বিষয়টি জানালে উনি সাথে সাথেই অফিসে উপস্থিত হন এবং উনার উপস্থিতিতে দরজা ভেঙ্গে অফিসে প্রবেশ করা হয়। এ সময় তারা অফিসের সবকিছু এলোমেলো ও লকার ভাঙ্গা দেখতে পান। ওই লকারে ১০ লাখ টাকার মোবাইল কার্ড ছিল। তবে টাকার ভল্ড অনেক চেষ্টা করেওে ভাঙ্গতে পারেনি। চোর চক্রের সদস্যরা অফিসের কিচেন রুমের জানালা কেটে ভিতরে ঢুকে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামীণের অফিস ইনচার্জ বাদী হয়ে থানায় মামলা করেছেন।