তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের বেড়িবাঁধ নির্মাণ কাজে বিভাগীয় কমিশনারের অসন্তোষ

32

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের পাশে অগুরত্বপূর্ণ স্থানে ওয়ার্ল্ড ভিশনের বাঁধ নির্মাণ। সিলেট বিভাগীয় কমিশনারের অসন্তোষ প্রকাশ। গত শনিবার সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম তাহিরপুর উপজেলার শনির হাওরে ইকরামপুর বাঁধ পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের ২৫ ফুট প্রশস্ত বাঁধের পাশে ৫ ফুট প্রশস্ত বাঁধ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন। সেই সাথে তিনি জানতে চান এ কাজটি কে করাচ্ছে। এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, কাজটি তাহিরপুরের উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের। জানা যায় চলতি বছর ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর উপজেলায় হাওর প্রজেক্ট নামে অতি দরিদ্রদের সম্পৃক্ত করে একটি প্রকল্পে কাজ করছে। এ প্রকল্পে রয়েছে গ্রামীণ সড়ক, বেড়িবাঁধ মেরামত ও অবকাঠামো উন্নয়ন। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশনের এ প্রকল্প উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইকরামপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের পাশে কাজ করছে। বর্তমানে এ প্রকল্পে দৈনিক ৬শ টাকা মজুরীতে ৩৩ জন লোক প্রতিদিন কাজ করছেন। এ কাজ চলবে আগামী ৩০ দিন পর্যন্ত। সে হিসাবে এ কাজের মোট ব্যয় দাঁড়ায় ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। এমন অগুরুত্বপূর্ণ স্থানে ৫ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ দেখে শুধু মাত্র সিলেট বিভাগীয় কমিশনার বিস্ময় প্রকাশ করেন নি স্থানীয়রা বিষয়টি কৌতুহলের দৃষ্টিতে দেখছেন। এ বিষয়ে কথা বলতে তাহিরপুর রায়পাড়া ওয়ার্ল্ড ভিশন অফিসে গিয়ে কথা হয় প্রকল্পের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন এর সাথে। তিনি জানান, শুনেছি এ কাজটিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।