প্রকৃতি বন্দনায় শ্রুতি সিলেটের শরতোৎসব

125

বাঙালি উৎসবের জাতি। উৎসবের মাধ্যমেই সকল আনন্দ বেদনা ভাগ করে নেয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে fসকলে এক হয়ে যায় উৎসব আয়োজনে। প্রকৃতি বন্দনায়ই প্রতিটি উৎসব আয়োজনের উৎস। দিগন্ত জোড়া নীল আকাশ, কাশফুল আর শিউলি ফুল বলে দেয় শরতের কথা। ইট কাঠের কংক্রিটের নগর জীবনে একটু ভিন্নধারার আয়োজন ছিল গতকাল ৮ আশ্বিন ১৪২৪ ,২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে। অনুষ্ঠান স্থল জুড়ে ছিল প্রকৃতির আবহ। অতিথিদের বরণ করে নেয়া হয় শিউলি ফুল, কাশ ফুল আর পদ্মফুলের মাধ্যমে। বন্দনা করা হয় শরতের। আর এ বর্ণিল আয়োজন ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শ্র“তি সিলেটের ১৭ বছর পূর্তি উপলক্ষে বর্ষভিত্তিক কার্যক্রমের সূচনা আয়োজন “শরতোৎসব ১৪২৪”। শরত আবহনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শরতোৎসব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন শ্র“তি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, নাট্য বক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর গৌতম চক্রবর্তী, নাট্য পরিষদের মিশফাক আহমেদ মিশু, রজত কান্তি গুপ্ত , সুমন্ত গুপ্ত প্রমুখ। বক্তারা বর্তমান সময়ে নতুন প্রজন্মকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসা ও আবহমান বাঙালি সংস্কৃতির এই চিরায়ত ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সম্মেলক পরিবেশনায় অংশ নেন নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল ও আয়োজক শ্র“তি -সিলেট। একক আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শামীম আহমেদ,প্রতীক এন্দ টনি, প্রদীপ মলি¬ক প্রমুখ। বিজ্ঞপ্তি