স্টাফ রিপোর্টার :
চটপটি বিক্রেতা ও কালিঘাট পরিবহন শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার নগরীর সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। জানা যায়, মেয়র আরিফুল হক চৌধুরী লিজবিহীন কিছু চটপটির দোকানকে বছর খানেক পূর্বে তাদের ব্যবসা পরিচালনা করার অনুমতি দিয়ে দেন। এবং সেই রীতি অনুযায়ী চটপটি বিক্রেতারা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যদিও সুরমা নদীর তীরে কোন ধরণের দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার কোন বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও সিসিকের কতিপয় অসাধু কর্মকর্তারা নিজ স্বার্থে চটপটি বিক্রেতাদের ফুটপাতের উপর বসিয়ে দেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের হয়ে দুই ব্যক্তি প্রতি সপ্তাহে ২০টি দোকান হতে ২০ হাজার টাকা করে চাঁদা আদায় করা হত। বৃহস্পতিবার বিকেলে কালিঘাট পরিবহন শ্রমিকদের একটি মালবাহী গাড়ি সার্কিট হাউজের সামনে এনে থামালে চটপটি বিক্রেতা গাড়ি সরানো নিয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়লে এক পর্যায় উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।। আধাঘন্টাব্যাপী চলা সংঘর্ষে ৪/৫টি চটপটির দোকান ভাংচুর করা হয়।
পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।