ছাতকে ষাঁড়ের লড়াই পণ্ড

68

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের দোলার বাজার ইউনিয়নের আনুযানি মাঠে ষাঁড়ের লড়াই পণ্ড করে দিয়েছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশের এসআই অমিতাভ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত হয়ে ষাঁড়ের লড়াইটি পণ্ড করে দিতে সক্ষম হয়।
জানা যায়, উপজেলার দোলার বাজার ইউনিয়নের ইউপি সদস্য রফিকসহ অন্যান্য সহযোগিদের নিয়ে আনুযানি গ্রাম সংলগ্ন মাঠে ষাঁড়ের লড়াই নামে জুয়ার আসর বসায়। এ কারণে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ফুঁসে উঠে। এমন অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই বন্ধ করে দেয়া হয়। ষাঁড়ের লড়াইয়ে অংশ নিতে সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এখানে সিলেট-সুনামগঞ্জ ও মৌলভী বাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধ শত ষাঁড় জমায়েত করা হয়েছিল। এসআই অমিতাভ তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর নির্দেশে ষাঁড়ের লড়াই পণ্ড করতে তিনি সক্ষম হয়েছেন।