জয়শ্রী মোহন তালুকাদার
দেখ না তোরা আমায় চেয়ে
আমার মুখের হাঁসি,
কাদা মাটি জল আমার গায়ে
কত সুখে আছি।
সকাল থেকে সন্ধ্যা অবধি
থাকি আমি মাঠে,
কেউ নেয় না খোঁজ আমার
একটা দিনের মাঝে।
আমার শ্রমের পাকা ধান
উঠে ঐ মালিকের ঘরে,
ঘরে আমার হাহাকার
সারাটি জীবনধরে।
মাথার উপর আকাশ আমার
মনের কথা বলি,
মা বাবা নেই যে আমার
একলা পথে চলি।
রাতের বেলা খিদের জ্বালা
পারি না যে সইতে,
কেউ বলে না মিষ্টি কথা
একটু ভালোবেসে।
ধন স¤পদ বাড়ী গাড়ি
নেই যে আমার কিছু ,
হরিবালা নাম আমার
আমি কৃষকের বধু।
ভাঙ্গা গড়ার জীবন আমার
অন্ধকারের খেলা,
তবু আমি বেঁচে আছি
আমি হরিবালা।।।