কাঞ্চন দাশ
মানব আজ বন্দি দশায়
লকডাউনের ঘরেূ
পাখিরা সব উড়ে বেড়ায়
মানব থাকে নিড়ে।
প্রকৃতির এই মায়ার খেলায়
আমরা সবাই নিঃস্বূ
কাঁদছে সবাই কাঁদছে স্বজন
লড়ছে পুরো বিশ্ব।
সূর্য উদয় পূর্বে আর
পশ্চিমে অস্তূ
থমকে গেছে সভ্যতা সংস্কৃতি
সব হয়েছে ন্যস্ত।
মানুষ আজ বড় অসহায়
লড়ছে শত্রু অদেখাূ
লড়েও আজ হার মানছে
উপায় পাচ্ছে না দেখা।
সকাল সন্ধ্যে ঘর মধ্যে
বন্ধ হয়ে দমূ
কবে আসবে সে সুদিন?
মহামারী হবে কম।