স্টাফ রিপোর্টার :
সিলেট আদালতে এজলাস চলাকালিন সময়ে বিচারকের সামনে মামলার বাদিকে জবাই করে হত্যার হুমকি দেয়ায় একজনের দুই বছরের সশ্রম কারাদন্ড ও অর্থ দন্ডের আদেশ প্রদান করেছেন আদালত। গতকাল রবিবার বিকেল ৩টায় সিলেট মহানগর ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মোঃ সাহেদুল করিম এ আদেশ প্রদান করেন। দন্ড প্রাপ্ত আসমী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরের বিবিদইল গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র চুনু মিয়া। সে বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়,২০১২ সালের ২৭ আগষ্ট সিএনজি (অটোরিক্সা) চুরির অভিযোগ এনে দক্ষিণ সুরমা থানায় ১৭(৮)১২ নম্বর মামলা দায়ের করেন উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর নুরের পুত্র রাজু আহমদ। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সিএনজি অটোরিক্সাটিসহ চুনু মিয়াকে আটক করে। গতকাল রবিবার আদালতে সাক্ষী দিতে আসেন বাদী।
মামলার সাক্ষী বাদী রাজু আহমদ, সোলেমান মিয়ার পুত্র রিপন ও জাকারিয়া। আদালতে সাক্ষীদের সাক্ষ্য চলাকালীন সময়ে আসামীর কাঠগড়ায় থাকা চুনু মিয়া বিচারকের সামনে রাজু আহমদকে জবাই করে হত্যার হুমকি প্রদান করে। এ সময় আদালতের বিচারক চুনু মিয়ার বিরুদ্ধে তাৎক্ষণিক ৫০৬ ধারার অভিযোগে সি আর মামলা নম্বর ২৯৪/১৫ ইং গ্রহণ করেন এবং এ অভিযোগের প্রেক্ষিতে আদালতের বিচারক অভিযুক্ত চুনু মিয়াকে দুই বৎসরের সশ্রম কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী ফয়ছল আহমদ জানান, এজলাস চলাকালিন সময়ে বাদীকে জবাই করে হত্যার হুমকি প্রদান করায় আদালতের বিচারক আসামী চুনু মিয়াকে দুই বছরের দন্ডসহ অর্থ দন্ডের আদেশ প্রদান করেন।