প্রশিক্ষণ প্রাপ্ত নারী সমাজ দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন —— জেলা প্রশাসক

48

DSC_4014সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব। নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রশিক্ষণ অতি জরুরী। এতে করে নারী সমাজ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন তরান্বিত হবে।
তিনি গতকাল ৭ মার্চ শনিবার বেলা ১১টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোগ কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ‘নারী উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সমিতির সভানেত্রী শাহিদা শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সচিব এবি সিদ্দিক রাজা, সিলেট বিভাগীয় চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান। বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, নারী কল্যাণ সমিতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ কে এম কামরুজ্জামান মাসুম এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন নাজমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভানেত্রী শাহিদা শিকদার। বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রওশন আরা, সমিতির সদস্য রহিমা আক্তার লিজা, শেখ ছালমা আলী আমিনা, বেবী আক্তার তান্নি, নাজমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি