জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এটিইউ তাজ রহমান বলেছেন, দেশের মানুষ এ সরকারকে আর চায় না। বিএনপিকেও চায় না। এ অবস্থায় জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার বিশাল সুযোগ এসেছে। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই। যদি নিরপেক্ষ ও সঠিক নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে। দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় জাপা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই আগামী নির্বাচনের জন্য দলের সকল নেতাকর্মীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক এরশাদ নির্দেশ দিয়েছেন এখনই মাঠে কাজ করার উপযুক্ত সময়। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটি উপজেলায় আগেরমত জাতীয় পার্টিকে সু-সংগঠিত করতে হবে। মানুষকে বুঝাতে হবে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন শুধুই জাপা চেয়ারম্যান এরশাদ।
এটিইউ তাজ রহমান বলেন, জাতীয় পার্টির সরকারের ৯ বছর ছিল স্বর্ণযুগ। ৯ বছরে সে সময় মাত্র দুইজন লোক মারা যান। ওই ২জনের জন্যই সাবেক রাষ্ট্রপতি ক্ষমতা ছেড়ে দিয়ে ছিলেন। আর এখন প্রতিদিন লোক মারা যাচ্ছে। তাতে কারো কোন মায়া-মমতা নেই। তিনি বলেন, ক্ষমতার দ্বন্দ্বে মানুষ মরছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হচ্ছে, মানুষ অনাহারে থাকছে। কারও মনে শান্তি নেই, স্বস্তি নেই। দেশে হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।
তিনি গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা জাতীয় পার্টির আয়োজিত বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় নগরীর সুরমা মার্কেটস্থ পার্টির কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাপার সদস্য মাহবুবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবিব মঈন, এডভোকেট আব্দুর রহমান, মহানগর জাপার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জাপা নেতা, নাজমুল ইসলাম, দৌলা মিয়া, বাশির আহমদ, আরশ আলী বাবলু, বিয়ানীবাজার উপজেলা জাপা নেতা, আবু বক্কর পাখি, বেলায়েত আহমদ, সামসুদ্দিন রানা, গোলাপগঞ্জ উপজেলা জাপা নেতা আব্দুল করিম পাখি, সৈয়দ এসএ মালেক, সায়েম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা জাপা নেতা লুৎফুর হক, কোম্পানীগঞ্জ উপজেলা জাপা নেতা, আব্দুল মতিন মালাই, ওসমানীনগর উপজেলা জাপা নেতা, আবুল কালাম আজাদ, সিরাজ মিয়া, লুৎফুর রহমান ফয়সল, বিশ্বনাথ উপজেলা জাপা নেতা আব্দুল হান্নান, আরশ আলী বাবলু, মঞ্জুর আহমদ আরিফ, বালাগঞ্জ উপজেলা জাপা নেতা, শেখ সিদ্দেক আলী, জাপা নেতা, তুফায়েল আহমদ তাপাদার, মাহবুবুর রহমান, ডা. মো. ওয়াহিদুজ্জামান, আলাউদ্দিন মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি