দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খৎনা মুসলমান সম্প্রদায়ের একটি সুন্নত কাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)’র আদর্শ মেনে চলা মুসলমানদের জন্য অপরিহার্য বিষয়। দরিদ্র-অসহায় পরিবারের পিতা-মাতা অর্থের অভাবে সঠিক সময় সন্তানদের খৎনা দিতে পারেন না। তাই সমাজের বিত্তবানদের দায়িত্ব অসহায়দের পাশে দাঁড়ানো। তিনি প্রবাসী সৈয়দ জাহেদ আহমদ সাজু এর ধরনের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান। মানব সেবায় যারা ব্রত থাকেন তারা আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় ব্যক্তি হিসেবে গণ্য হবেন। যেহেতু মানব কল্যাণ ও সেবাধর্মী কাজ ইবাদতের শামিল।
তিনি গতকাল উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর মিরাবাড়ী হযরত মাখদুম সৈয়দ জাফর গজনবী (রঃ) এর বাড়ীতে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদ আহমদ সাজু’র উদ্যোগে এলাকার দরিদ্র-অসহায় পরিবারের সন্তানদের ফ্রি খৎনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট মুরব্বী সৈয়দ তজমুল আলীর সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবক মোঃ সুহেব আহমদ ও তুরহান হোসেন এর যৌথ পরিচালনায় ফ্রি খৎনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, এডভোকেট মোঃ আশিকুর রহমান, ইকরা কিন্ডারগার্টেনের পরিচালক জাকারিয়া খান, ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান, সৈয়দ ইয়াবর আলী, আব্দুস শহীদ জোয়ারদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদ আহমদ সাজু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মোঃ কামরান হোসেন দ্বারা, শাহ রায়হান, সুহেল আহমদ, ইমরান হোসেন, নূর উদ্দিন, শিরন আহমদ, সৈয়দ আব্দুল্লাহ হোসেন টিপু, মোঃ আব্দুল রফিক প্রমুখ।
খৎনার কাজ সম্পাদন করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের খৎনা বিভাগের সার্জন ডাঃ মোঃ লিমন আহমদ। সহযোগী আব্দুল মুতলিব, সৈয়দ তায়েফ আহমদ। খৎনা শুরু করার আগে বিশেষ মোনজাত পরিচালনা করেন হাফিজ মোঃ সুহেল আহমদ।
উল্লেখ্য, ফ্রি খৎনা ক্যাম্পে এলাকার দরিদ্র অসহায় পরিবারের ৪৫ জন শিশুর খৎনা এবং জনপ্রতি ১টি লুঙ্গি-গেঞ্জি সহ প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি