জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে যৌতুক হিসেবে একটি নতুন মোটরসাইকেলের জন্য একটি বিয়ে ভেঙে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পুনরায় যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে ইতালী প্রবাসী ছাদিক মিয়ার সাথে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মুকিতের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিয়ের আগের দিন যৌতুক হিসেবে একটি নতুন মোটরসাইল দাবি করে বসে বর পক্ষ। কনে পক্ষ তাদের দাবি মেনে না নেয়ায় বিয়েটি ভেঙে যায়। অবশেষে সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিয়ের নির্ধারিত তারিখের এক সপ্তাহ পর গতকাল রোববার কনের বাড়িতে যৌতুক বিহীন পুনরায় এ বিয়ে সম্পন্ন হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান ও পৌর কাউন্সিলর তাজিবুর রহমান জানান, অবশেষে বর পক্ষ তাদের অপরাধ বুঝতে পেরেছে। তাই যৌতুক বিহীন বিয়েটি সম্পন্ন হওয়াতে উভয় পক্ষসহ এলাকার লোকজন অনেক খুশি হয়েছেন।