জগন্নাথপুরের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

38

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইনাতগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার এলাকার বাসিন্দা আলীম উদ্দিন ও নবীগঞ্জ উপজেলার দীঘিরপার গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। স্থানীয় ইনাতগঞ্জ বাজারে আলীম উদ্দিনের একটি টিনসেড দোকানঘর রয়েছে। গত শনিবার প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের লোকজন আলীম উদ্দিনের দোকান ঘরটি ভাংচুর করে ঘরে থাকা সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে আলীম উদ্দিনের লোকজন ছুটে আসলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হচ্ছেন, শিবলু মিয়া, টিপু মিয়া, তপু মিয়া, সাইফুর রহমান, একতার আলী, হাকিম উদ্দিন, আলতাব আলী, ছাও মিয়া, আলীম উদ্দিন, ছাদিক মিয়া, আবু মিয়া, নুর হোসেন, গিয়াস উদ্দিন, জয়নাল মিয়া ও বিনাজ মিয়া। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে গতকাল রবিবার আহত আলীম উদ্দিনকে বাদী করে তার পক্ষে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রতিপক্ষের গিয়াস উদ্দিন, জুবায়ের, বাদশা মিয়া, আব্দুল কালাম, আব্দুল জিলানী, আব্দুল কাইয়ূম, আমির উদ্দিন, জাহাঙ্গীর, সুরুজ আলম, শিপু মিয়া, জাকারিয়া, সাজন, ফয়সল, সাবের, ইমরান, নুর উদ্দিন, দিলবার, দিনাজ উদ্দিন, ইলাক মিয়া, সাজ্জা মিয়া, আলী, আলামিন, আনছার মিয়া, আকবর, সমসর আলী, সাহাব উদ্দিন, নুর আলম, পিনু মিয়া, সমর উদ্দিন, মাসুম মিয়া, নুক্কা মিয়া, ফুল মিয়াসহ ৩১ জনকে আসামী করা হয়।