কমলগঞ্জে এক সাংবাদিকের উদ্যোগে মাধবপুর এলাকায় জীবাণুনাশক স্প্রে

13

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজার ও চা বাগান এলাকায় স্থানীয় সাংবাদিক আসহাবুর ইসলাম শাওনের উদ্যোগে স্থানীয় যুবকদের সাথে নিয়ে প্রায় দুই কি:মি: এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করেন। মাধবপুর ইউপি চেয়ারম্যনে পুষ্প কুমার কানুর সহযোগিতায় সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত মাধবপুর বাজার ও চা বাগান এলাকার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন জায়গাকে জীবাণুমুক্ত করার জন্য সাংবাদিক আসহাবুর ইসলাম শাওনের নেতৃত্বে এলাকার যুবকদের সাথে নিয়ে ২০টি স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক পানি মাধবপুর বাজার সহ চা বাগানের অলিগলিতে স্প্রে করা হয়। এসময় তিনি নিজ কাঁধেও একটি স্প্রে মেশিন নিয়ে জীবানুনাশক মিশ্রিত পানি স্প্রে করেন।
এ সময় উপস্থিত থেকে এ ধরণের মহতী কাজকে উৎসাহ প্রদান করেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খান, স্বাস্থ্য কর্মী রিপন শীল, মাধবপুর চা বাগানের টিলা ক্লার্ক রনজিত পাল, লক্ষিনারায়ন কৈরী, মাধবপুর চা শ্রমিক ছাত্র পরিষদের নেতা বাবুচাঁন বীন, শুভ রজক, স্বপন ভর, আকাশ নুনিয়া প্রমুখ। এ মহতী কাজের জন্য সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন এর প্রতি এলাকার চা শ্রমিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।