উইমেন্স হাসপাতালের ৫ চিকিৎসকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

49

স্টাফ রিপোর্টার :
চিকিৎসায় অবহেলার কারণে সাংবাদিকপুত্র সাফির অঙ্গহানির (আঙ্গুল কর্তন) অভিযোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, পরিচালক ও ৫ চিকিৎসকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শিশু সাফির বাবা বাংলাভিশনের ক্যামেরাপার্সন ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি বদরুর রহমান বাবর এ মামলা করেন। আদালতের বিচারক সাহেদুল করিম বাদীর জবানবন্দি গ্রহণ করে ৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলার আসামীরা হলেন সিলেট উইমেন্স হাসপাতালের অর্থপেডিক্স ও সার্জারী বিভাগের রেজিস্টার ডা. জাবের আহমদ, ডা. শাফিনাজ, ডা. তানভীর, ডা. কাজী সেলিম, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ব্রাদার তারেক, হাসপাতালের চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দীন, পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মোজাম্মেল।
আদালতে সাংবাদিক বদরুর রহমান বাবরের পক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, সজল কুমার রায়, এডভোকেট আবুল হাসান, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট সোহরাওয়ার হোসাইন খসরু, এডভোকেট নাজমুল হোসাইন, এডভোকেট সৈয়দ মুজিবুল হক জাবেদ, এডভোকেট মির্জা হোসাইন, এডভোকেট সাইদুর রহমান আলেক, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট রেজাউল করিম তালুকদার প্রমুখ।
এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন বলেন, আদালত অভিযোগ তদন্তের জন্য ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে কমিটি করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।