স্টাফ রিপোর্টার :
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে সেই পুরনো চিত্রই সিলেট নগরীতে দেখা গেছে হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি সিলেট নগরীতে।
গতকাল রবিবার সকালে দেখা যায়, সিলেট নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। যানবাহনের চাপে নগরীর বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটেরও সৃষ্টি হচ্ছে। হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। নগরীর বড় বড় বিপণীবিতানগুলো বন্ধ রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, হরতাল-অবরোধে নাশকতারোধে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। পুলিশ-বিজিবি ও র্যাবের টহল টিম সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এই হরতাল ঘোষণা করা হয়। পাশাপাশি গত ৫ জানুয়ারি থেকে চলা টানা অবরোধও অব্যাহত রয়েছে।