বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদান অনস্বীকার্য —- সাজিদুল ইসলাম

22

Sajidul Islam Photoসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম বলেছেন, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশ এগিয়ে যাবে না। নারীদের যথাযথ সম্মান করতে হবে। তাদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদান অনস্বীকার্য। তাই নারী কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংরক্ষণ ও যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে সকল স্তরের মানুষকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি।
তিনি গতকাল শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা’র উদ্যোগে ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে নারী কৃষকদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত বৈষ্ণব এর সভাপতিত্বে এবং প্রচেষ্টা’র এফএফ সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।
বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চীফ কবির আহমদ, জুরি বোর্ডের সদস্য সাংবাদিক খালেদ আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক সিলেট বাণীর চীফ রিপোর্টার সৈয়দ সাইমূম আনজুম ইভান, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার শাহ সুহেল আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার মানাউবি সিংহ শুভ, এডলর নির্বাহী পরিচালক নাসের আহমদ বেপারী, প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আলম ও জাহিদুর রহমান, জেছিস এর কর্মকর্তা নাহরিন সুলতানা, মনিরা রানী দাস, প্রচেষ্টার এফএফ সমরজিৎ সিংহ, মুক্তা রানী দেব ও মনিটরিং অফিসার ডেন্টিনা মারলিন। বিজ্ঞপ্তি