প্রতিভা

26

এম. এইচ. ফরহাদ

আত্মত্যাগ অনাহার অনিদ্রা
প্রতিভা সর্বশূচি পরিশ্রম,
ছিনিয়ে আনে
হীরে রম্য জহরত মনিমুক্তা,
ডুমুরের ফুল

আর অমাবস্যায় চাঁদের দর্শন।
দূরতিক্রম্য স্থান অনুসন্ধিৎসায়
হিমালয়ের চূড়ায় আরোহণ,
অবশ্যম্ভাবী অদ্যান্ত

করতে তা উপলব্ধি আজন্ম।
আত্মবিশ্বাস রেখে সারাক্ষণ
থাকিলে নিশঙ্কা-অশিহরণ,
তাহলে সম্ভব
গভীর তমসায় বিচরণ।
দু’ভাগ প্রতিভা
আটানব্বই পরিশ্রম
যে কোনো বিষয়ে
সফলতা সম্ভব।
ধরণী-অবনীর বুকে
নেই কোনো কিছু অসম্ভব।