মায়াবতি

29

জালাল আহমেদ জয়

পদ্মার জলে,
দীঘির কোলে
দেখেছি তোমার ছায়া;
রূপ দেখে প্রাণে আমার
লাগে কি যে মায়া।
শতবর্ষি রূপের উপমা তুমি:
যার খোঁজে হাঁটছি আমি,
পথে পথে ঘাটে ঘাটে
অনন্তকাল ধরে
দিগন্তের মোহনাতে।
আকাশ ভরা জ্যোৎস্না আলোয়;
যায় যে তোমার ছায়া দেখা,
পূর্ণিমা রাতে খুঁজি তোমায়
খুলে মনের ও দুনিয়া
কেন আজও তুমি,
রয়ে গেলে দূরে
আমায় ছাড়িয়া ?