সিলেট-সুনামগঞ্জ সড়কে রূপসী বাংলার ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী আহত

55

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাউলী এলাকায় ঢাকাগামী রূপসী বাংলা নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটো-রিক্সা চালক ও যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে স্থানীয় কৈতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রাত ১০টায় দিরাই থেকে ঢাকাগামী রূপসী বাংলা (ঢাকা মেট্রো-ব-১৪-৯৫৪৩) যাত্রীবাহি দূরপাল্লার ছেড়ে আসা বাস কৈতক এলাকার রাউলী নামকস্থানে পৌঁছলে গোবিন্দগঞ্জগামী রেজিষ্ট্রেশন বিহীন একটি যাত্রীবাহি সিএনজি অটো-রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটো-রিক্সা চালক লায়েক আহমদ (২৭) ও যাত্রী নজরুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগেও ওই বাস চালক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা এলাকায় একটি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে আসে। খবর পেয়ে সড়কের হাইওয়ে পুলিশ রাত প্রায় সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে ঢাকাগামী রূপসী বাংলা নামের বাসটি আটক করেন। এ সময় দিরাই থেকে ঢাকাগামী প্রায় অর্ধশত যাত্রী আটকা পড়েন। হাইওয়ের ইনচার্জ শাহজাহানের তত্ত্বাবধানে রাত প্রায় ৩টায় সিলেট থেকে মিতালী নামের অন্য একটি বাস এনে যাত্রী সাধারণদের গন্তব্যে পৌছার ব্যবস্থা করা হয়। বাসের যাত্রীরা চালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, সে কোন চালক নয় হ্যালপার হতে পারে। তার অদক্ষতার কারণে রাস্তায় দুটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এতে তারা মৃত্যুর হাত থেকে রেহ্ইা পেয়েছেন। বাসের কাউন্টারে তাদের কাছ থেকে গাড়ি ভাড়া ৩শ’ টাকার পরিবর্তে নেয়া হয়েছে ৫শ’ টাকা। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক রূপসী বাংলা নামের বাসটি গোবিন্দগঞ্জ পয়েন্টে আটক করেন। যাত্রী সাধারণকে গন্তব্যে পৌছানোর জন্যে সিলেট থেকে মিতালী নামের পরিবহন এনে যাত্রীদের প্রেরণ করি। পরে রূপসী বাংলা নামের বাসটি ফাঁড়িতে নেয়া হয়।